রঘুনাথপুরঃ শনিবার সকালে জয়চন্ডী রেল স্টেশন থেকে কয়লা নিয়ে মালগাড়ি পৌঁছল রঘুনাথপুরের ডিভিসির তাপ বিদ্যুৎ কেন্দ্রে। ডিভিসি সূত্রে জানা গিয়েছে, এদিন মালগাড়ির ওয়াগনে পৌঁছায় তাপবিদ্যুৎ কেন্দ্রে। ইঞ্জিনে চালকের সাথে ছিলেন ছিলেন ডিভিসি, রেলের অধীন সংস্থা রাইটস এবং রেলের আধিকারিকেরা। ২৪ কিমির রেলপথে প্রায় সাড়ে তিন হাজার মেট্রিক টন কয়লা পৌঁছেছে। ডিভিসির রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট হেড অসীম নন্দী জানান, রেল পথে মাল গাড়ির মাধ্যমে দ্রুত বেশি পরিমাণ কয়লা বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে আসা সম্ভব হবে এবং বিদ্যুৎ উৎপাদনের খরচও কমবে অনেকটা।