*স্পঞ্জ আয়রন কারখানার সমপ্রসারণের জন্য জনশুনানি*
সোমবার নিতুরিয়া ব্লকের অন্তর্গত সড়বড়ি সম্প্রীতি সদনে এ আই সি আয়রন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড কারখানার সম্প্রসারণ প্রকল্প জনশুনানি অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা ও মহাকুমা আধিকারিক সহ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর লোকজন। বেনীপুর গ্রামে একটি স্পঞ্জ আয়রন কারখানা সম্প্রসারণ করা হবে সে বিষয়ে ছাড়পত্র পেতে মানুষের মতামত ব্যক্ত করতেই এই উদ্যোগ। এদিন কারখানা কর্তৃপক্ষ জানান এলাকায় কর্মসংস্থান হবে এলাকার উন্নয়ন হবে অন্যদিকে সমস্ত প্রকার দূষণ নিয়ন্ত্রণ করতে কি কি ব্যবস্থা গ্রহণ করবে কারখানা কর্তৃপক্ষ সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।