মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে হুড়া থানার রখেড়া বিশপুরিয়া অঞ্চল যুব তৃণমূল কমিটির বুথ ভিক্তিক জনসংযোগ শুরু করলেন অঞ্চল যুব সভাপতি বিকাশ রঞ্জন কালিন্দী ।উপস্থিত ছিলেন ফ্যাসিবাদী বিরোধী গণমঞ্চের রাজ্য আহ্বায়ক দেবব্রত গোস্বামী মহাশয় ।