পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ে অল ইন্ডিয়া হাজী ফাউন্ডেশন সঙ্গে বৈঠক।
পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয় ইন্ডিয়া হাজী ফাউন্ডেশন এর বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এই বৈঠকে অল ইন্ডিয়া হাজী ফাউন্ডেশনের সঙ্গে তৃণমূল জেলা নেতৃত্ব বৈঠক করেন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি গুরুপদোর টুডু সহ অন্যান্য নেতারা। তাঁরা মিম থেকে সাবধান থাকার জন্য অনুরোধ জানান উপস্থিত হাজী ওমর ও মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের। গুরুপদোর টুডু বলেন আমরা হাজিদেরকে নিয়ে বসে ছিলাম সম্প্রতি বাইরে থেকে ও হায়দ্রাবাদ থেকেও কিছু মুসলিম নেতৃত্ররা আসা যাওয়া শুরু করেছে তাই হাজিদেরকে নিয়ে মুলত এই বৈঠক। হাজি সংগঠনের জেলা সভাপতি রিজুয়ান আনসারি বলেন আমরা এই বাইরে থেকেে যেসব সংগঠন আসছে আর মিমকে আটকানোর জন্য আললোচনা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বিশেষ বৈঠকে অংশগ্রহণ করেছি।