নিতুরিয়া : যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার।
আজ সকালে নিতুরিয়া থানার ইনানপুর সংলগ্ন জঙ্গল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে নিতুরিয়া থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় যুবকের নাম ইস্তায়েক আনসারী (২০) পিতা মুস্তাক আনসারী ইনানপুরের বাসিন্দা। সকালে স্থানীয় মানুষ দেহটি একটি গাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত হাসপাতালে পাঠায়।কারন অনুসন্ধান করছে পুলিশ।