শনিবার সকাল থেকে পুরুলিয়া জেলার ছটি সেন্টার থেকে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া শুরু হলো। এদিন পুরুলিয়া গভারমেন্ট মেডিকেল কলেজ, রঘুনাথপুর এস ডি এইচ হাসপাতাল, ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কোটশিলা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বাসঘড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও হূড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের থেকে স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়ার কাজ আরম্ভ হয়। জেলায় মোট 18 হাজার ভ্যাকসিন ইতিমধ্যে এসে পৌঁছেছে যা 4800 স্বাস্থ্যকর্মীকে দু’দফায় দেওয়া হবে। পাশাপাশি এদিন রঘুনাথপুর এস ডি এইচ করণা ভ্যাক্সিনেশন কেন্দ্রে ভ্যাকসিন নেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মী উৎপল ঘোষাল, তিনি জানান ভ্যাকসিন নেওয়ার পর সুস্থ আছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here