করোনা ভ্যাকসিনের ড্রাইরান শুরু হলো পুরুলিয়ার জেলার তিনটি জায়গায়।পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে, ঝালদা ব্লক প্রাথমিক সাস্থ্য কেন্দ্রে, জয়পুর ব্লক প্রাথমিক সাস্থ্য কেন্দ্রে। মূলত ভ্যাকসিন দেওয়ার সময় কি কি করণীয় কোথায় এসে মানুষজন বসবে কি কি করতে হবে যেমন হ্যান্ডস্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নেওয়া মুখে ম্যাক্স আছে কিনা তা দেখে নেওয়া। লিস্ট অনুযায়ী প্রথমে ভেরিফিকেশন করে তাদেরকে পাশের একটি জায়গায় নির্দিষ্ট চেয়ারে বসিয়ে রাখা হবে, তারপর তাদের মধ্যে এক এক জন করে তাদের ভেরিফিকেশন করা হবে। তারপর তাদের এক এক করে ভ্যাকসিন দেওয়া হবে। পাশের একটি জায়গা করা হয়েছে যেখানে যারা ভ্যাকসিন নেবে তদেরকে বসিয়ে রাখা হবে। পাশপাশি এই জায়গায় একজন চিকিৎসক থাকবেন যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের কোনো শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয় তাদের সেখান থেকে এমার্জেন্সি ওয়ার্ডে পাঠানো হবে। রাখা থাকবে অ্যাম্বুলেন্স। গোটা পক্রিয়াটি সরেজমিন ঘুরে দেখেন জেলাশাসক অভিজিৎ মুখার্জি। তিনি বলেন তিনটি পর্যায় তৈরী করা হয়ছে, সাস্থ্যকর্মীরা নিজেদের কাজ বুঝে নিচ্ছেন যাতে কোনো অসুবিধা না হয়। এখনও প্রযন্ত আজকের জন্য ড্রাইরানের নির্দেশ এসেছে পরবর্তী কালে যা নির্দেশ আসবে সেই মতো ড্রাইরান হবে।