পর্যটক বোঝায় বাসের ধাক্কায় মৃত্যু হল স্বামী-স্ত্রীর। মঙ্গলবার সকালে ঝালদা থানার বানসা গ্রামে এই মর্মান্তিক ঘটনার খবর ছড়াতে এলাকায় নেমে এলো শোকের ছায়া। এদিন স্থানীয়রা জানান মঙ্গলবার ভোরে পর্যটক বোঝাই একটি বাস পুরুলিয়া থেকে রাঁচির হন্ডরু ফলস যাচ্ছিল। বানসা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বোঝাই বাসটি রাস্তার ধারে থাকা একটি ঘরে প্রবেশ করে যায় ।সেই সময় ঘরের উঠোনে আগুন পোহাচ্ছিলেন জুরেন মাহাতো 50 ও তার স্ত্রী লক্ষ্মীমণি মাহাতো 40। ঘটনাস্থলে বাসের পিষ্ট হয়ে জান দুজনে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এরপর স্থানীয় জনতা ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘ ক্ষণ পথ অবরোধ করেন। পরে পুলিশের মধ্যস্থতায় উঠে যায় অবরোধ।