প্রায় নয় মাস পর পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে আরম্ভ হল ট্রেন পরিষেবা। সোমবার সকালে পুরুলিয়া থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হল বিশেষ মেল এক্সপ্রেস ট্রেন একইসাথে হাওড়া থেকে চক্রধরপুর এবং বোকারো উদ্দেশ্যে যাওয়ার ট্রেন সকাল পাঁচটা দশ নাগাদ এসে পৌঁছল আদ্রায়। যদিও এই তিনটি ট্রেনে বিনা রিজার্ভেশন এর কোনো যাত্রী উঠতে পারবেন না বলে টিকিট কাউন্টার গুলি সামনের নোটিশ দিয়েছেন রেল কর্তৃপক্ষ। এছাড়াও এটি খড়গপুর আসানসোল, খড়গপুর ঘুমও বিশেষ মেইল এক্সপ্রেস ট্রেন নিজের পরিষেবা আরম্ভ করেছে। এছাড়াও আদ্রা মেদিনীপুর, আদ্রা আসানসোলে, বোকারো রাচি মেমো প্যাসেঞ্জার নিজের পরিষেবা আরম্ভ করে দিয়েছে। এদিন স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত শুরু করেছে ট্রেন গুলি। খুশির পুরুলিয়া জেলা বাঁশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here