মাটির সৃষ্টি প্রকল্প এলাকায় কলসী সেচের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এলেন জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়
নেতুড়িয়া ব্লকের তিনটি মৌজাতে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ চলছে। তিনটি প্রকল্প এলাকায় মোট ৬০০ টি ফলের চারা লাগানো হয়েছে। বর্ষাকাল পেরিয়ে এখন শীতকাল এসে গেছে। পুকুর, ডোবাতে জলের স্তর নামতে শুরু করেছে। অথচ এই ৬০০ টি ফলের চারাগুলোকে বাঁচাতে হবে তাই কলসী সেচের ব্যবস্হাপনা। সেই ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার নেতুড়িয়া ব্লকের রায়বাঁধ অঞ্চলের হাঁসাপাথর এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায় । সাথে ছিলেন রঘুনাথপুর এর মহকুমা শাসক দিব্যা মুগেশন , নীতুরিয়া BDO অজয় কুমার সামন্ত ও সহ-কৃষি অধিকর্তা পরিমল বর্মন ।