তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিধায়ক নেপাল মাহাতোর ভাইপো ,বাঘমুন্ডির বিধায়ক তথা পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর ভাইপো সিদ্ধার্থশঙ্কর মাহাতো তৃণমূলে যোগদান করলেন ।শনিবার কলকাতায় তৃণমূল ভবনে দলের সাধারণ সম্পাদক তথা শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই যোগদান হয় ।এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তথা দলের জেলা কো-অর্ডিনেটর সুজয় বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এই যোগদান হয় ।এদিন যোগদান পর্বে সভাধিপতি ছাড়াও ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা-সংস্কৃতি-তথ্য-ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু ।
সিদ্ধার্থশঙ্কর একজন মেকানিকাল ইঞ্জিনিয়ার।