সমস্ত বেকার যুবকদের কাজ, সরকারি সমস্ত শূন্যপদে নিয়োগ, পরিযায়ী শ্রমিকদের কাজ, গৃহ শিক্ষকদের পরিচয় পত্র প্রদান, যুবশ্রীদের স্থায়ী কাজ, বন্ধ SSC পরীক্ষা চালু, বিভিন্ন চাকরির পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ, সর্বনাশা মদের ব‍্যবসা বন্ধ, নারী নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহন, রেল সহ রাষ্টায়ত্ব সংস্থার বেসরকারীকরণ বন্ধ সহ আট দফা দাবিতে আজ জেলায় জেলায় বিক্ষোভ হয়। তারই অঙ্গ হিসাবে যুব সংগঠন AIDYO’র পক্ষথেকে পুরুলিয়া D.M দপ্তরে বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচী পালিত হয়। এই করোনা অতিমারী পরিস্থিতিতে জীবনে বাঁচার তাগিদে জেলার প্রায় প্রতিটি ব্লক থেকে শতাধিক যুবক এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। শহরের প্রাণকেন্দ্র পুরুলিয়া পৌরসভা প্রাঙ্গণ থেকে শ্লোগান মুখরিত মিছিল ট‍্যাক্সিস্ট‍্যান্ড, হাটেরমোড় হয়ে ডি এম দপ্তরে পৌছায়। সেখানে সাধারণ মানুষের ব‍্যপক সমর্থনে সহযোগিতায় রাস্তার উপর দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। তারপর ডি এম এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এই কর্মসূচি তে নেতৃত্ব দেন AIDYO রাজ‍্য সম্পাদক মন্ডলীর সদস্য সোমনাথ কৈবর্ত এবং রাজ‍্য কমিটির সদস্য স্বদেশ প্রিয় মাহাত।