কেন্দ্র সরকারের কৃষকদের স্বার্থে কৃষি বিল এর সমর্থনে পুরুলিয়া জেলা জুড়ে বিজেপির পক্ষ থেকে আরম্ভ হয়েছে কৃষি সুরক্ষা পদযাত্রা।বৃহস্পতিবার জেলার বাগমুন্ডি বিধানসভা, জয়পুর বিধানসভা ওপারা বিধানসভা এলাকায় এই পদযাত্রা পা মেলান হাজার হাজার বিজেপি নেতা ও কর্মী সমর্থকরা। এদিন এই পদযাত্রায় পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ ও রাজ্য বিজেপির সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, বিধান নগরের বিধায়ক সব্যসাচী দত্ত পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্য পদাধিকারী ও কার্য কর্তারা পা মেলান।