আজ ২৪৪ কাশীপুর বিধানসভার কাশীপুর ব্লকের হদলদা উপররা অঞ্চলের উপররার ২২টি পরিবার ও জামবাদের ১টি পরিবার মোট ২৩টি পরিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাশীপুর বিধায়ক অফিসে বিধায়কের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাশিপুর এর বিধায়ক স্বপনকুমার বেলথোরীয়া।