পুরুলিয়া জেলার জয়পুর ব্লকে বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন। শনিবার তৃণমূলের পক্ষ থেকে জয়পুর শহরে অনুষ্ঠিত হয় যোগদান সভা। এই সভায় বিজেপি পরিচালিত জয়পুর পঞ্চায়েতের প্রধান অপর্ণা বাদ্যকর সহ পঞ্চায়েতের 10 বিজেপির জনপ্রতিনিধি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলে। এর ফলে জয়পুর গ্রাম পঞ্চায়েতে দখল নিল তৃণমূল। এদিন জয়পুর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে 700 পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের স্থানীয় বিধায়ক শক্তি মাহাতো, জেলা কো-অর্ডিনেটর সহ জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, হলধর মাহাতো, মিরা বাউরী, সুষেন মাঝি সহ অন্যান্য নেতৃবৃন্দ।