যখন সারা বিশ্বের সাথে ভারত বর্ষ ও রাজ‍্যের মানুষ করোনা ভাইরাসের আক্রমণে জর্জরিত। সেই সময় পুরুলিয়া জেলাও তার ব‍্যতিক্রম নয়। পাশাপাশি আকাশ ছোঁয়া মূল‍্যবৃদ্ধিতে পিছিয়ে পড়া এই জেলার সাধারণ মানুষের জীবন রক্ষা করাটাই দুরূহ হয়ে পড়েছে। এই রকম সংকটজনক পরিস্থিতিতে শুক্রবার ২৫ সেপ্টেম্বর এস ইউ সি আই (সি) এর আহ্বানে –রঘুনাথপুর মহকুমার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলির বেহাল অবস্থার পরিবর্তন, প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার- নার্স নিয়োগ সহ সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি রোধ,  পরিযায়ী শ্রমিক সহ সকল বেকারের কাজ, মদ নিষিদ্ধ করা সহ  ১০ দফা দাবিতে  রঘুনাথপুর এস ডি ও-এর নিকট ডেপুটেশন দেওয়া হয়। রঘুনাথপুর শহরের এল আই সি অফিস চত্বর থেকে শুরু হয় মিছিল। প্লেকার্ড হাতে, স্লোগানে মুখরিত মিছিল সারা রঘুনাথপুর শহরের মূল রাস্তা ধরে নতুন বাসস্ট্যান্ড সামনে এসে বিক্ষোভ দেখানো হয়। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে দির্ঘক্ষন পথসভা চলে। ওখান থেকে এক প্রতিনিধি দল এস ডি ও কে ডেপুটেশন দিতে যান। এই বিক্ষোভ ডেপুটেশনে নেতৃত্ব দেন এসইউসিআই (কমিউনিস্ট)- এর পুরুলিয়া জেলা সম্পাদকমন্ডলীর অন‍্যতম সদস্য লক্ষীনারায়ণ সিনহা, বিনয় ভট্টাচার্য্য প্রমুখ। এই মিছিল রঘুনাথপুর শহরে ব্যাপক সাড়া ফেলে।   এস ইউ সি আই (সি)-এর  নেতৃত্বের পক্ষ থেকে জানান.. দাবি পুরণ না হলে আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।