১০ দশ বছর আগে ১৬ বছরের এক আদিবাসী সম্প্রদায়ের নাবালিকাকে গনধর্ষনের অভিযোগে তিনজনকে দশ বছরের কারাদণ্ডের নিদের্শ দিল রঘুনাথপুর আদালত। ওই মামলার সরকারি কৌসুলি জানান, ১০ বছর আগে ধর্মীয় অনুষ্ঠানের জন্য হোস্টেল থেকে বাড়িতে এসেছিল ওই নাবালিকা। বাড়িতে থাকাকালীন গ্রামের পুকুরে স্নান করতে যায় সে। অভিযোগ, নিতুড়িয়া থানার কেলিয়াবালি গ্রামেরই তিনজন ভূতনাথ সোরেন, বিজয় সোরেন, মিঠুন মুর্মু তাকে জোরপূর্ব পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গন ধর্ষণ করে। আক্রান্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং নির্দিষ্ট সময় পরে অভিযুক্তরা জামিনে ছাড়াও পায়। ২০১১ সালে ঘটনার বিচার পর্ব শুরু কিন্তু বিচারের শেষ পর্যায়ে দুই অভিযুক্ত পালিয়ে যায়। পরে ওই দুজন ফিরে এসে আত্মসমর্পন করলেও আরও এক অভিযুক্ত পালিয়ে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। বুধবার এই মামলারই রায় ঘোষণা করেন বিচারক। মামলার সরকারি কৌসুলি অরুণ মনি জানান, তিনজন অভিযুক্তকেই ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয় এবং অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ডের নিদেশ দেওয়া হয়। বিচারক জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আক্রান্তকে ৩ লক্ষ টাকা দেওয়ার। বিচারপর্ব চলাকালীন ওই তিন অভিযুক্ত একাধিকবার মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিয়েছিল বলে জানানো হয়েছে আক্রান্তের পরিবারের তরফে।