মাসিক 10000 টাকা ভাতা এবং করোনা মহামারী পরিস্থিতিতে মাসিক এক হাজার টাকা ভাতা বাড়ানোর দাবিসহ একাধিক দাবি নিয়ে মঙ্গলবার পুরুলিয়া জেলাশাসক কার্যালয় ও জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পুরুলিয়া জেলা শাখা। আশা কর্মীদের দাবি কেন্দ্র ও রাজ্য সরকার করোনা মহামারী পরিস্থিতিতে 1 হাজার টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজও মেলেনি সেই ভাতা। যদিও তাদের দিয়ে অনেক বেশি কাজ করানো হচ্ছে। তাই অবিলম্বে তাদের দাবি না মানলে বৃহৎ আন্দোলন করতে বাধ্য হবেন তারা।