পুরুলিয়া জেলার 40 হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার লাভ পাবেন হাইকোর্টের রায় আসার পর এমনটাই দাবি করলেন পুরুলিয়া জেলার বাগমুন্ডি বিধানসভা কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো। বুধবার পরিযায়ী শ্রমিকদের কাজের অধিকারের স্বপক্ষে রায় ঘোষণা করল কলকাতা হাই কোর্ট এর ডিভিশন বেঞ্চ।
লক ডাউন পর্বে যেসমস্ত জেলায় ২৫হাজারের বেশি শ্রমিক জেলায় ফিরে এসেছে ,তাদের জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা নামে একটি প্রকল্প ঘোষণা করে।কিন্তু এই যোজনা থেকে পুরুলিয়ার নাম বাদ দেওয়া হয়। এই মর্মে পুরুলিয়ার কংগ্রেসের জেলা সভাপতি কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থে মামলা দায়ের করেন।গত বুধবার এই মামলার রায় ঘোষণা হয়।মাননীয় মুখ্য বিচারপতি এবংশুভাসিস দাশগুপ্ত র বেঞ্চ নির্দেশ দিয়েছেন অবিলম্বে পুরুলিয়া জেলা কে এই প্রকল্পের অধীনে আনতে হবে।এবং এই রায় কে আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকরী করতে হবে। রবিবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানালে বিধায়ক নেপাল মাহাতো।