চা চক্রে জয়পুর বিধানসভার জয়পুর ব্লকের ZP-১৭ মন্ডলের বড়গ্রাম, মুকুন্দপুর অঞ্চলের বিভিন্ন বুথ থেকে TMC পার্টির ১০২ টি পরিবার CPIM পার্টির ৫ টি পরিবারের মোট ৫৩১ জন সমর্থক বিজেপিতে যোগদান করলেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।
যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক  শঙ্কর মাহাতো, বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ নরহরি মাহাতো, জেলা সহ সভাপতি  শ্রীপতি মাহাতো,  রবীন সিং দেও সহ জেলার অন্যান্য পদাধিকারী ও মন্ডলের পদাধিকারী ও কার্যকর্তা।