ফের করোনা আক্রান্ত দুইজনের মৃত্যু হলো পুরুলিয়া সদর হাসপাতালে l যাদের মধ্যে একজন পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত পিঠাজোর বাসিন্দাl তাঁর বয়েস ছিলো 65 l ও অন্য একজন ঝালদা র বাসিন্দা l তাঁর বয়স 23l
এই দুই জন শাঁস কষ্ট নিয়ে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল ভর্তি হন l তাঁদের CCU বিভাগে চিকিৎসা চলছিল l চিকিৎসা চলাকালীন তাঁদের দুজনের করোনা পরীক্ষা হয় l এর পরেই চিকিৎসা চলাকালীন তাঁদের দুজনের  মৃত্যু হয় l মৃত্যু পর তাঁদের করোনা রিপোর্ট পজেটিভ আসতেই হাসপাতাল কর্তুপক্ষ দেহ গুলি পরিবারের হাতে না তুলে দিয়ে পুরুলিয়া শহর সংলগ্ন একটি শ্মশানে ইলেকট্রিক চুলি তে দাহ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় lপরেই   সিসিইউ ইউনিট  স্যানিটাইজ করা হয়েছে l