বুধবার আদ্রায় ডি আর এমের দফতরে মিটিং হলে উদ্ধারকৃত শিশুদের সুরক্ষা এবং পুনর্বাসের জন্য সূচনা করা হল ‘ননহে ফরিস্তে’ অভিযানের। কর্মসূচির সূচনা উপলক্ষে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আদ্রা আরপিএফের ডিভিশনাল সিকিউরিটি কমিশনার মিগোম ডোলে, এডিআরএম ধনেশ্বর মোহন্ত, এবং আরপিএফের অন্যান্য আধিকারিকেরা। বাহিনী সূত্রে জানা গেছে, ইতিপূর্বে এই অভিযানের সূচনা করেন দক্ষিণ-পূর্ব রেলের আইজি তথা পিসিএসসি ডিবি কসার। আদ্রা ডিভিশনে এই অভিযানে নিরীক্ষণ করবেন আদ্রায় আরপিএফের ডিভিশনাল সিকিউরিরি কমিশনার মিগোম ডোলে। এছাড়াও আরপিএফের তিনজন মহিলা সদস্যকে নিয়ে গঠন করা হয়েছে একটি বিশেষ দলও। এই অভিযানের মূল উদ্দেশ্য বিপদগ্রস্ত শিশু এবং মহিলাদের সুরক্ষা। এদিন এই আলোচনাচক্রে যোগ দেন পুরুলিয়া এবং আদ্রার চাইল্ড লাইনের সদস্যরাও।