এসইউসিআই (কমিউনিস্ট) পুরুলিয়া জেলা কমিটির আহ্বানে রঘুনাথপুর, পুরুলিয়া শহর, পাড়া আড়ষা ,কাশিপুর, হুড়া সহ জেলার প্রায় প্রতিটি ব্লকেই বাস ভাড়া বৃদ্ধি বিরোধী আন্দোলনের “শহীদ দিবস” পালন করা হয়। উল্লেখ্য ১৯৮৩ সালের তৎকালীন সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার মালিকের স্বার্থে বাসের ভাড়া বৃদ্ধি করেছিল এবং সেই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্যে আন্দোলনের নামে এসইউসিআই (কমিউনিস্ট) । সারা রাজ্যে লাগাতার বিক্ষোভ, পথ অবরোধ চলতে থাকে। পুরুলিয়া জেলাতেও ১৯৮৩ সালের এই ১৯ শে আগস্ট বাস ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে পুরুলিয়া জেলার প্রতিটি ব্লকেই বিক্ষোভ, পথ অবরোধের কর্মসূচি নেওয়া হয়। জেলার রঘুনাথপুর শহরেও শান্তিপূর্ণ বিক্ষোভ অবরোধ চলতে থাকে। সেই শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে বিশাল পুলিশবাহিনী সুপরিকল্পিতভাবে আন্দোলন দমনে ঝাঁপিয়ে পড়ে । গুলি, টিয়ার গ্যাস, লাঠি, গ্রেফতার কোন কিছুই বাদ যায়নি। পুলিশের গুলিতে তৎক্ষণাৎ মৃত্যু হয় হাবুল রজক ও শোভারাম মোদক এই দুই এস ইউ সি আই (সি) সমর্থকের। এছাড়াও বহু মানুষ আহত হয়। এই ঘটনা প্রতিবাদে সারা জেলাজুড়ে ধিক্কারে ফেটে পড়ে সাধারণ মানুষ। এমনকি পুলিশ কে সামাজিক ভাবে বয়কট করে।
এই ঘটনার পর থেকে এস ইউ সি আই (কমিউনিস্ট) দল এই দিনটি যথাযোগ্য মর্যাদায় বাস ভাড়া বিরোধী আন্দোলনের “শহীদ দিবস” হিসেবে পালন করে আসছে। রঘুনাথপুর শহরে অবস্থিত এই দুই শহীদের স্মরণে শহীদ বেদী রয়েছে । সেই শহীদ বেদীস্থলে আজ স্মরণ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে বহু মানুষ সমবেত হয়। শ্রদ্ধা জানান এই দুই শহীদকে। আজকের এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন এস ইউ সি আই (সি) পুরুলিয়া জেলা কমিটির সদস্য এম কে সিনহা। এবং বক্তব্য রাখেন জেলা কমিটির অন‍্যতম দুই সদস্য লক্ষীনারায়ন সিনহা ও বিনয় ভট্টাচার্য।