ভুলবশত রঘুনাথপুর শহরে চলে আসা এবং লকডাউনে আটকে পড়া ১ ব্যক্তিকে তার বাড়ির লোকের হাতে তুলে দিলেন রঘুনাথপুর থানার পুলিশ ও প্রশাসন। সোমবার রাতে প্রশাসনের দেওয়া গাড়িতে নিজের আত্মীয়দের সঙ্গে বাড়ির দিকে রওনা দিলেন সেই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর গত মার্চ মাসের প্রথম দিকে একজন ব্যক্তি ঘুরতে ঘুরতে রঘুনাথপুর শহরে চলে আসেন। তারপর শুরু হয় লকডাউন। সাধারণ মানুষের নজরে আসে ওই ব্যক্তি তারপর রঘুনাথপুর থানার পুলিশ ওই ব্যক্তিকে রঘুনাথপুরের করেন টাইন সেন্টার জয়চন্ডী পাহাড় যুব আবাস এ রাখেন। সেই সময় এই ব্যাক্তি মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে জানান রঘুনাথপুর থানার পুলিশ। ওই করেনটাইন সেন্টারেই তার চিকিৎসা শুরু হয়। কোয়ারেন্টাইনে 14 দিনের থাকার সময় শেষ হয়ে যায়। তার যাওয়ার কোন জায়গা না থাকায়। তাকে ওই করেনটাইন সেন্টারে রেখে দেওয়া হয়। চিকিৎসকদের সেবা-শুশ্রূষায় আস্তে আস্তে ওই ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। এরপর চিকিৎসকরা ওর বাড়ির সন্ধান শুরু করেন। বাড়ির সন্ধান পেলে সন্ধান রঘুনাথপুর থানার পুলিশকে জানানো হয় চিকিৎসকের মাধ্যমে। জানতে পারা যায় তার বাড়ি কর্ণাটক রাজ্যের গুলবর্গা জেলার একটি গ্রামে। এরপর যোগাযোগ শুরু করে রঘুনাথপুর থানার পুলিশ। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ হলেও লকডাউন চলাকালীন ওখান থেকে আসার কোনো মাধ্যম না থাকায় ওই ব্যক্তির বাড়ির লোক আসতে পারেননি এরপর পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে করোনা স্পেশাল ট্রেন তার বাড়ির লোকদের রঘুনাথপুর আনার ব্যবস্থা করা হয়। সেই মোতাবেক গত 16 তারিখ ওই ব্যক্তির পরিবারের দুজন এসে পৌঁছায় রঘুনাথপুরে। সোমবার ওই ব্যক্তিসহ এই দুজনকে বাড়ি ফেরার ব্যবস্থা করেছে রঘুনাথপুর থানার পুলিশ প্রশাসন।