আজ আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপন করা হলো । এই দিন পুরুলিয়া জেলা সমবায় ইউনিয়ন এর তরফে  সমবায় ভবন কোর্ট কম্পাউন্ড এ সমবায়র সাতরঙের পতাকা উওোলন করলেন জেলা সমবায় ইউনিয়ন এর চেয়ারম্যান শ্যামল চ্যাটার্জি।উপস্থিত ছিলেন ইউনিয়নের ডিরেক্টর নবেন্দু মাহালি সহ পুরুলিয়া সমবায় ইউনিয়নের সকল কর্মীবৃন্দ।