রেল সহ বিভিন্ন রাষ্ট্রয়ত্ব সংস্হাকে বেসরকারীকরণের বিরুদ্ধে CITU এর ডাকে পুরুলিয়া জেলার কাশিপুর মোড়ে অবস্হান অনুষ্ঠান কর্মসূচিতে অংশগ্রহণ করলেন প্রদীপ রায়,গোবর্দ্ধণ শীল,সত্যনারায়ণ বাউরী,নন্দ হাঁসদা,অঞ্জনা রায় প্রমুখ। এছাড়াও এদিন citu এর তরফ থেকে একাধিক দাবি নিয়ে আন্দোলনে শামিল হন বাম নেতা ও কর্মীরা।
Home পুরুলিয়া জেলা কাশিপুর রেল সহ বিভিন্ন রাষ্ট্রয়ত্ব সংস্হাকে বেসরকারীকরণের বিরুদ্ধেCITUর ডাকে অবস্হান বিক্ষোভ,