জরুরি কাজে বেরিয়ে স্ত্রীর চোখের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল রঘুনাথপুর মুন্সেফ ডাঙ্গার সিধু বাউরী(৩৮) নামে এক যুবকের। সোমবার ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর ব্লক সংলগ্ন জগদ্ধাত্রী মেডিকেলের সামনে।। নিহত সিধু বাউরির বাড়ি রঘুনাথপুর তেরো নাম্বার ওয়ার্ডের মুন্সেফ ডাঙ্গায় । সিধু বাউরী ও তার স্ত্রী অষ্টমী বাউরী বিশেষ কাজে বেরিয়েছিলেন। পুরুলিয়া দিক থেকে আসা একটি ডাম্পার প্রথমে সিধুকে ধাক্কা মারে, তৎক্ষণাৎ সিধু বাউরী রাস্তায় লুটিয়ে পড়ে। তারপর সিধুর শরীরের ওপর দিয়ে চলে যায় ড্রামফরটি। রঘুনাথপুর থানার পুলিশ ড্রামফার্টিকে আটক করেছে।
দুর্ঘটনার পরে এলাকাবাসী পুলিশের কাছে দাবি করেন এই রাস্তা টির ওপর যান নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ট্রাফিকের বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Home প্রথম পৃষ্ঠা স্ত্রীর চোখের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল রঘুনাথপুর মুন্সেফ ডাঙ্গার সিধু বাউরী(৩৮)...