“সত্যকে আজ হত্যা করে অত্যাচারীর খাঁড়ায়/নেই কিরে কেউ সত্যসাধক বুক খুলে আজ দাঁড়ায়?”-

কোভিড১৯ জনিত মারাত্মক সামাজিক সংকট কালে আজ বিদ্রোহী বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্ম দিবস পালন করল শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটি- রঘুনাথপুর ও বিবেকানন্দ পাঠচক্র। রঘুনাথপুর শহরের কোর্ট চত্বরে অবস্থিত আবক্ষ মুর্তি র সামনে স‍্যোসাল ডিসটেন্স মেনেই এই কর্মসূচি হয়। মূর্তি তে মাল‍্যদান, উদ্ভোধনী সংগীত, আবৃতি সহ নানান কর্মসূচি হয়। সর্বশেষ এই দিনটি র তাৎপর্য তুলে ধরেন শহীদ ক্ষুদিরাম স্মৃতির রক্ষা কমিটির সহ সভাপতি, প্রধান শিক্ষক মাননীয় দেবাশীষ সরখেল মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক লক্ষীনারায়ন সিনহা এবং বিবেকানন্দ পাঠচক্রের সভাপতি জয়রাম ব‍্যানার্জী প্রমুখ।