উত্তর প্রদেশের আউরিয়া জেলায়,পথ দুর্ঘটনায় প্রাণ হারালো পুরুলিয়ার চার পরিযায়ী শ্রমিকের।
দুর্ঘটনায় মোট পরিযায়ী শ্রমিক নিহতের সংখ্যা চব্বিশ জন। সূত্রের খবর আজ ভোর সাড়ে তিনটা নাগাদ দুটি লরির সংঘর্ষে নিহত হন তারা।
পুরুলিয়ার চার নিহত পরিযায়ী শ্রমিকের নাম
১,মিলন বাদ্যকার , দুমদুমি পুরুলিয়া।
২,অজিত মাহাতো বাবা অনিল মাহাতো উপর বাটারিয়া, কোটশিলা, পুরুলিয়া।
৩, চন্দন রাজুয়ার ,দুমদুমি ,পুরুলিয়া।
৪,গণেশ রাজওয়াড় পিতা তারু রাজওয়ার , কানালি, পুরুলিয়া।