খবর আনন্দ- সমগ্র দেশজুড়ে চলছে লকডাউন এহেন পরিস্থিতিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য সুদীপ্ত মন্ডল ও মিলন মিশ্র বিভিন্ন গ্রামে গিয়ে সেই সকল গ্রামের গরিব মানুষদের সাথে কথা বলে তাদের অবস্থা জানতে চান এবং আগামী দিনেও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানান৷ এদিন তারা রঘুনাথপুর 2 নম্বর ব্লকের নন্দুকা গ্রামের 25 টি দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।।