সারা পৃথিবী জুড়ে লক ডাউনের ফলে যখন চরম সংকটে গোটা মানব জাতি তখন রাজ‍্যের প্রত‍্যন্ত গ্রামগুলির অবস্থাও অত‍্যন্ত করুণ। দিন আনি দিন খাই মানুষের কাজ নেই, নেই ঘরে খাবারও। এমন অবস্থায় “সরশুনা লক্ষ্মী চ্যারিটেবল অরগানাইজেশন” এর প্রয়াসে বুধবার কলকাতার বেহালা এলাকার ময়নাগড় অসুতি , চক ছোট রায়পুর এবং সরশুনা নিরাময় কেন্দ্রের দরিদ্র, দিনমজুর, অসহায় মানুষদের চাল, ডাল, সাবান, বিস্কুট মুড়ি তেল ,সয়াবিন, স্যানিটাইজার ,মাক্স প্রভিতি জিনিস পত্র সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর এবং মেডিকেল টেকনোলজিস্ট উনারা খাদ্য সামগ্রী বিতরণের সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষা করেন। এদিন মোট ৩০০ জন মানুষ কে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষাও করা হয়।