পশ্চিমবঙ্গ রাজোয়াড় সমাজের পক্ষ থেকে শুক্রবার পুরুলিয়া জেলার মফস্বল থানা এলাকার বাঘুডি , চাকড়া, দুমদুমি , মহাড়া গ্রাম এবং জয়পুর থানা এলাকার বাকরি,বারোবেন্দা, নতুন্ডি প্রভৃতি ১০ টি গ্রামের প্রায় শতাধিক অসহায় পরিবারের হাতে নূন্যতম খাদ্য সামগ্রী বিতরণ করাহয়।। লক ডাউন পরিস্থিতিতে সমাজের মানুষ যাতে খাদ্যাভাবে না পড়ে , তাই সমাজের এই কর্মসূচি চলতে থাকবে। যেসব গ্রামে এখনো আমাদের এই বার্তা পৌঁছায়নি সেখানে আমাদের আবেদন যেখানে যেখানে আমাদের সমাজের মানুষ খাদ্যাভাবে পড়বে আমরা সাধ্য মতো সাহায্য করতে এগিয়ে আসবো। পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামে আমাদের প্রতিনিধি আছেন। তাদের মাধ্যমে আমাদের কাছে নিজের নিজের এলাকার মানুষ গুলোর নাম পাঠাতে পারেন বলে জানান অমৃত রাজোয়াড়।