গতকাল ছত্রিশগড়ে সুকমায় নকশালবাদির হামলায় এক জওয়ান শহীদ হয়েছে। শহীদ জওয়ানের নাম কানাই মাঝি (২৪)। তার বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার লছিয়া গ্রামে। পুলিস সুত্রে জানা যায় আজ দুপুরে শহীদের দেহ গ্রামে আনা হবে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here