মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষার নির্বিঘ্নে সম্পন্ন হল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকে।জানাগেছে,এই ব্লক থেকে এবার মোট ৩৪১৪ জন মাধ্যমিক পরীক্ষায় বসেছে।তার মধ্যে ১৪৪৫ জন ছাত্র এবং ১৯৬৯ জন ছাত্রী রয়েছে।সহকারী(মাধ্যমিক)বিদ্যালয় পরিদর্শক অনিমেষ দেবনাথ জানান,এদিন কোনোরুপ অপ্রীতিকর ঘটনার খবর নেই।সবচাইতে বেশি পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে।এখানে পরীক্ষার্থীর সংখ্যা ৪৮৩ জন।