রঘুনাথপুর থানার অন্তর্গত কুলসড়া গ্রামের নাবালিকার বিয়ে রুখল আদ্রা সব চাইল্ড লাইন। চাইল্ড লাইন সূত্রে আশিষ সিল ও কবিতা বাউরী জানায় 1098 এ ফোনের মাধ্যমে বিষয়টির খবর পেয়ে মঙ্গলবার রঘুনাথপুর থানার পুলিশ কে সঙ্গে নিয়ে চাইল্ড লাইনের পক্ষথেকে আশিষ সিল ও কবিতা বাউরী কুলসড়া গ্রামে যান। বয়সের প্রমাণপত্র যাচাই করে দেখা যায়, মেয়েটির বয়স ১৬ বছর।। মেয়েটির বিয়ে হওয়ার ঠিক হয়েছিল রঘুনাথপুর থানার অন্তর্গত দুরমুট গ্রামের এক যুবকের সঙ্গে।। মঙ্গলবার নাবালিকার বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন চাইল্ড লাইনের আধিকারিকেরা। তারা জানান ‘‘অভিভাবকদের বোঝানো হয়েছে। তাঁরা নির্দিষ্ট বয়েসের আগে সন্তানের বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়েছেন।’
Home খবর আনন্দ স্পেশাল রঘুনাথপুর থানার অন্তর্গত কুলসড়া গ্রামের নাবালিকার বিয়ে রুখল আদ্রা সব চাইল্ড লাইন...