খবর আনন্দ-রঘুনাথপুর জিডি ল্যাং ইনস্টিটিউশনের এ টিম গ্রাউন্ড ঐতিহ্যপূর্ণ ময়দান, বহু ক্রীড়াবিদের খেলা সাক্ষী এইমাঠ। বর্তমানে এই ময়দানের বেহাল দশা , দুর্গন্ধ এবং আবর্জনার স্তূপে ঘেরা এই মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল রঘুনাথপুর জিডি ল্যাং ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় উপস্থিত বিদ্যালয়ের ছাত্র, অভিভাবকেরা সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস সরখেল এই গ্রাউন্ডের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন। যদিও এই বিষয়ে নির্বিকার প্রশাসন।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com