খবর আনন্দ-আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বরাবাজার বইমেলার । দ্বিতীয় বর্ষ এই বইমেলা 7 ই ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত ভবন হাই স্কুল প্রাঙ্গণে চলবে। এই বইমেলা শুরু হয় শুভ পদযাত্রার মাধ্যমে। পদযাত্রায় স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা দের সঙ্গে পা মেলান বইপ্রেমী মানুষ।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই বইমেলা উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক দীপঙ্কর ঘোষ আসামের বিশিষ্ট আলোকচিত্রী তাপস সূত্রধর রাঁচি থেকে এসেছেন একটি সংবাদপত্রের সম্পাদক সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় বর্ধমান থেকে আগত বিশিষ্ট সাহিত্যিক গবেষক তাপস কুমার বন্দোপাধ্যায় বাংলাদেশের সাংবাদিক সেলিম কমল হালদার সহ বিশিষ্টজনরা।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com