খবর আনন্দ-শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে প্রকাশ্যে জনসভায় উপস্থিত থাকার জন্যে ৪৮ ঘণ্টা আগে মিছিল প্রচার শুরু করলো সিপিআইএমের মহিলা ব্রিগেড।এনআরসি ও সিএএ ,এনআরপি বাতিল সহ একাধিক দাবিতে আগামী রবিবার পুরুলিয়া শহরের রাসমেলায় জেলা সিপিআইএমের ডাকে জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় যোগ দিতে বান্দোয়ানের রাজগ্রাম থেকে মিছিল শুরু করলো সিপিআইএমর মহিলা বাহিনী। আগামী রবিবার শহরের রাস মেলা ময়দানে জনসভার আয়োজন করেছে জেলা সিপিআইএম। এই সভায় উপস্থিত থাকবেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম, অমিয় পাত্র ও জেলা সিপিআইএমের একাধিক নেতারা। এই সভায় যোগদান করতে মিছিলে আরম্ভ করেছেন ২০০ র বেশি মহিলা। প্রায় ১০০ কিলোমিটার পায়ে হেঁটে উপস্থিত হবেন সভায়। রাজগ্রাম থেকে মিছিল শুরু করে আজ রাত্রে বারবাজার ব্লকের সিন্ধরী গ্রামে রাত্রি যাপন করবেন।আগামীকাল মিছিল করে ওই ব্লকের বান জোড়া বান্দোয়ান এলাকায় রাত্রিবাস করে রবিবার সকালে সেখান থেকে পুরুলিয়া শহরের রাস মেলার জনসভায় উপস্থিত হবেন তারা। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বেকারের হাতে কাজ, শ্রমিকের নায্যে মজুরি, কৃষকের আর্য মূল্যর দাবি ও রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জেলা সিপিআইএম।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here