খবর আনন্দ-উস্কানিমূলক ভাষণ ও হুমকি দেওয়ায় বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গী সহ একাধিক বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেসের নেতা অলকেশ চ্যাটার্জী। ঝালদার ইচাক অঞ্চলের বুকি গ্রামের বাসিন্দা অভিযোগ করেন গত ১০ জানুয়ারি ঝালদার বিরসা মোড়ে বিজেপির মিছিল ও পথসভা করে ।সেই পথসভা থেকে কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গি পুলিশকে হুমকি ও উস্কানি মূলক বক্তব্য রাখেন ।সেই বক্তব্য শুনে উপস্থিত কর্মী সমর্থকরা উৎসাহিত হয়ে হাততালি দেয়। তৃণমূল নেতা অলকেশ চ্যাটার্জীর আশঙ্কা এই উস্কানি মূলক বক্তব্যর পরে এই এলাকায় শান্তি বিঘ্নিত ঘটবে।জনসাধারণের উদ্দেশ্যে এই রকম উস্কানি মূলক বক্তব্য ও পুলিশকে হুমকি দেওয়ার বিরুদ্ধে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী সহ একাধিক বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ঝালদা থানায়। অভিযোগের ভিত্তিতে ঝালদা থানা কৈলাশ বিজয়বর্গী সহ একাধিক বিজেপি  নেতা কর্মীর বিরুদ্ধে ১৪৩/১৮৯/৩২৩/৫০৪/৫০৬ IPC ধারায় মামলা শুরু  হয়।
জেলা তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাতো বলেন ছয় বছর ক্ষমতায় থাকার পর মানুষের মৌলিক সমস্যা গুলো নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিজেপি সব সময় অস্থিরতা তৈরির চেষ্টা করে। বেআইনি কাজ করলে পুলিশ ব্যাবস্থা নেবে। যদিও বিজেপি জেলা সম্পাদক বিবেক রাঙ্গার দাবি সস্তা প্রচার পাওয়ার উদ্দেশ্যে নাটক করছে তৃণমূল।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here