খবর আনন্দ-বুধবার সরস্বতী পুজো। এই উপলক্ষে পুরুলিয়া জেলা জুড়ে পড়ুয়া থেকে সাধারণ মানুষের মধ্যে শেষ মুহূর্তে সরস্বতী পুজোর প্রস্তুতি তুঙ্গে। বিভিন্ন স্কুল, মন্ডপ এবং বাড়িতেও ছোট থেকে বড় বিভিন্ন মূর্তি নিয়ে যাওয়ার কাজ প্রায় শেষ। মূর্তি কারিগরদের মতে, মূর্তি অভিনভত্বের চাহিদা রয়েছে। ফল ও ফুলেও বাজারেও শেষ মুহুর্তের কেনাকাটা প্রায় শেষ। সকলেই এখন অপেক্ষায় সরস্বতী পূজোর আরাধনার।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com















