ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন।

খবর আনন্দ-পুলিশের আতঙ্কে বিজেপি কর্মীরা۔ অনেকে ঘরছাড়া এমনটাই অভিযোগ পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর।
প্রসঙ্গত গত ছয় জানুয়ারি ঝালদাই NRCও CAA সমর্থনে এর অভিনন্দন যাত্রায় পুলিশ আটকে দিলে, পুলিশ ও বিজেপির খন্ড যুদ্ধ বাঁধে। সেই সময় দু পক্ষের বেশ কয়েকজন আহত হন বলে দুপক্ষেরই অভিযোগ। সাংসদ , বিজেপি জেলা সভাপতি সহ প্রায় শতাধিক বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। শুরু হয় ধরপাকড় , গ্রেপ্তার হন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক।আর তারপর থেকেই আতঙ্ক শুরু ।তাই আজ কর্মীদের চাঙ্গা করতে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখাকরকেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
তিনি জানাই পুলিশ রাতের অন্ধকারে তাদের কর্মীদের অগণতান্ত্রিকভাবে গ্রেফতার করছেন।দরজা ভেঙ্গে জোরপূর্বক বাড়িতে ঢুকে অত্যাচার চালাচ্ছে পুলিশ। যারা সেদিন ছিলেন না তাদেরকেও ধরছে ,তাদের পরিজনদের ও ছাড়া হচ্ছে না। পুলিশ আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে যাতে কেও বিজেপি না করে আর এর মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস।বাংলার পুলিশ বিজেপির কর্মীদের উপর অত্যাচার করছে। এতে আমাদের আরও শক্তি বাড়ছে ।আমরাও কাউকে ছেড়ে কথা বলবো না এর জবাব আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে দেব ।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here