খবর আনন্দ-বেসরকারী সংস্থার মোবাইল টাওয়ার বসানোর নাম করে প্রতারণার অভিযোগ এক মহিলাকেভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন।গ্রেফতার করলো পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত মহিলার নাম শ্রাবন্তী সাহা তার বাড়ি কলকাতার জোড়াবাগান থানা এলাকায়। অভিযোগ গত অক্টোবর মাসে ফোনের মাধ্যমে পরিচয় করে ও মাসে মোটা অংকের টাকা দেওয়ার নাম করে প্রায় ৪৮ হাজার টাকা বিভিন্ন ব্যাংক একাউন্টে নেয় বলে অভিযোগ। প্রতারিত হয়েছি বুঝতে পেরে গত ডিসেম্বর মাসের১৭ তারিখ পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন পুরুলিয়া জেলার মানবাজার থানার যামিনী কান্ত মাহাতো। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ঘটনার সাথে যুক্ত আছে একটি রেকেট। ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে কলকাতার জোড়াবাগান এলাকা থেকে শ্রাবন্তী সাহা নামে এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে চিত্তরঞ্জন মান্না, অরূপ মান্না, গোপাল চন্দ্র সেনি নামে। যৌথ একাউন্টের মাধ্যমে টাকা প্রতারণা করা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। আজ শ্রাবন্তীকে জেলা আদালতে তোলা হয় ।বাকি অভিযুক্তদের হদিস পেতে ৭ দিন নিজেদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।KAPURULIA (YouTube)KHABAR ANANDA (Facebook)www.khabarananda.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here