অনুপ্রবেশকারীদের সাহায্য করতে সিএএ নিয়ে বিরোধিতা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়l পুরুলিয়া ঝালদা বিজেপি প্রতিবাদ সভায় এভাবে মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন কেন্দ্রীয় বিজেপি সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়l এদিন তিনি বলেন আমরা সিএএ গরিবদের জন্য এনেছিl যেখানে মতুয়া, রাজবংশী সহ বহু মানুষ উপকৃত হবেন। অথচ মুখ্যমন্ত্রী গরিবদের কথা না ভেবে অনুপ্রবেশ কারীদের কথা ভাবছে l এবং ভোট ব্যাংকের জন্য প্রতিবাদ করছে।
প্রসঙ্গত গত ছয় জানুয়ারি CAA সমর্থনে ঝালদায় মিছিল আয়োজন করে বিজেপি l সেই মিছিল কে পুলিশ আটকে বিজেপি সমর্থক দের উপর লাঠি চার্জ সহ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কে হেনাস্তা করে বলে অভিযোগ l এদিন সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ফের ঝালদা শহরে প্রতিবাদ মিছিল করে বিজেপি l এদিন মিছিলে কৈলাস বিজয়বর্গীয় ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, বাঁকুড়া সাংসদ ডাক্তার সুভাষ সরকার, ঝাড়গ্রাম সাংসদ কুনার হেমব্রম, পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ পুরুলিয়া বিজেপি নেতৃত্ব l এদিন কৈলাস বাবু বলেন, 2021 সালে রাজ্যে বিজেপি সরকারের আসবে l যেসব পুলিশ কর্তারা শাসক দলের হয়ে বিজেপি নেতা কর্মীউপর হামলা চালাচ্ছে তাঁদের লিস্ট তৈরি করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে l শুক্রবার এভাবে পুরুলিয়া পুলিশ সুপার এস সেলভা মুরুগান বিরুদ্ধে এক হাত নেন l এদিন বিজেপি লড়াকু সাংসদ অর্জুন সিং মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে বলেন, মমতা বন্দোপাধ্যায় তালিবানি শাসন চালাচ্ছেন l তিনি মাত্র রাজ্যের কয়েকটা জেলা নিয়ে গ্রেটার বাংলাদেশ বানিয়ে সেখানকার প্রধানমন্ত্রী হতে চাইছেন l
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here