মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রদানের দাবিতে পুরুলিয়া জেলা শাসক কার্যালয় নিকটে গণঅবস্থান কর্মসূচি পালন করলেন আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল ও মাঝি পারগানা যুয়ান মহল। সোমবার পুরুলিয়া শহরের রবীন্দ্রভবন নিকট থেকে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করে আদিবাসী সংগঠনের সদস্যরা। পুরুলিয়া শহর পরিক্রমা করে মিছিল জেলাশাসক কার্যালয়ের সামনে পৌঁছে বিক্ষোভ দেখানো হয়।? সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আদিবাসীদের জাতিসওর সংরক্ষণ, সরাও সমস্ত সাঁওতালি অধ্যুষিত এলাকায় অবিলম্বে সাঁওতালি মাধ্যমে বিদ্যালয় চালু করার দাবি, সমস্ত সাঁওতালি মাধ্যমের উচ্চ প্রাথমিক বিদ্যালয় গুলিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে উন্নতি করতে হবে, সমস্ত সরকারি কার্যালয় সাঁওতালি ভাষা ব্যবহার করার ব্যবস্থা করতে হবে, ভূয়ো এস টি সার্টিফিকেট প্রদান করা বন্ধ এবং ইতিপূর্বে প্রদত্ত ভুয়ো এস টি সার্টিফিকেট বাতিল করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here