আজ মানবাজার বিধানসভার মানবাজার শহরে কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে ভারতীয় জনতা পার্টির মানবাজার (ZP-27) মন্ডল কমিটির পক্ষ থেকে নাগরিক অভিনন্দন মিছিলের
আয়োজন করা হয়, উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ও জেলার সম্পাদক বিনোদ তেওয়ারি , জেলার সহ-সভাপতি বিকাশ চন্দ এবং জেলার মিডিয়ার সহ-সংযোজক সুজিত বাউরী মন্ডল সভাপতি বানীপদ কুম্ভকার সহ মন্ডলের সদ্স্য সমর্থক কার্যকর্তা বৃন্দ।