ব্লাডার ও থ্যালাসেমিয়া সহ একাধিক সমস্যায় আক্রান্ত হয়ে ভুগ ছিলেন পুরুলিয়া সহরের ২৪ বছরের বাসিন্দা সন্ধ্যা মুখার্জি । চিকিৎসার জন্য পুরুলিয়া বাঁকুড়া কলকাতা রাঁচি র একাধিক সরকারি ও নামি দামি বেসরকারি হসপিটালে ডক্টর বাবুদের কাছে হন্য হয়ে ঘোরাফেরার পর ও বহু টাকা পয়সা খরচ হওয়ার পর ও সমাধান হয় নি ।হতাশ হয়ে পড়ে ছিল সন্ধ্যার পরিবার ।অবশেষে তরুণ সার্জেন ডক্টর অর্ণব চক্রবর্তী নাম ডাক শুনে , পাড়া প্রতিবেশীর কাছে খবর নিয়ে যোগাযোগ করেন ডক্টর অর্ণব চক্রবর্তীর সঙ্গে। বিগত ৮-৯ মাসের বিভিন্ন পুরনো রিপোর্ট ও সমস্ত ডক্টর দের ফাইল দেখার পর ,নতুন কিছু রিপোর্ট করে একটি বেসরকারি হাসপাতালে সন্ধ্যা মুখার্জি র তিনটি অপারেশন গোলব্লাডার,ওভারিয়ান সিস্ট, ও ১০ ইঞ্চি সাইজে র প্লিন একসাথে কেটে বের করেন তরুণ তুর্কি চিকিৎসক ড.অর্ণব চক্রবর্তী ।

বহুদিন ধরে বিভিন্ন সমস্যায় ভোগার পর অপারেশন হওয়াতে ও সুস্থ হওয়াতে ডাক্তার বাবু কে ধন্যবাদ জানিয়েছে সন্ধ্যা ও তার পরিবার । মানসিক অশান্তি থেকে শান্তির হাসি সন্ধ্যার বাবা মায়ের মুখে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here