নিজস্ব প্রতিবেদক : তৃণমূল কংগ্রেসের প্রথম সহিদ প্রধান সিং মুড়ার স্বরনে আজ বাগমুন্ডি থানার বারেরিয়ার মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপনির্বাচনে বিপুল জয়ের পর বিজেপিকে কটাক্ষ করে বলেন ভাষণ দিলে এক বার ভোট পাওয়া যায় বার বার জিততে গেলে রেশন দিতে হয়। আমরা মানুষের জন্য কাজ করি বলেই বার বার আসি। অন্য রাজনৈতিক দলের মতোন ভোটের সময় পরিজয় পাখির মতন আসি না। দেশে এখন অনেক এজেন্ডা আছে বেকারত্ব দূরীকরণ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো উচিত কৃষকদের উচিত মূল্য দেওয়া এটাই হওয়া উচিত এজেন্ডা।না আজকে সংবিধান সংশোধন করে ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতা ঐতিহ্য আছে তাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। এরা জানে তারা কাজ করতে পারেনি। জঙ্গল মহলে তিনজন সাংসদ গত ৬ মাসে কিছুই কাজ করতে পারেনি। আজকে এই ধরনের ভাসন দিয়ে একবার ভোট দু বার ভোট হয় না খড়গপুরে কালিগঞ্জে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। যারা মানুষের কাজ করে নি দল তাদেরকে নেতৃত্ব থেকে বসিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন করার পরেই আমরা ভোট চাই। আজ শহীদ প্রধান সিং মূড়ার পরিবারের হাতে ২ লক্ষ্য টাকার চেক তুলে দেন এছাড়াও পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা বলেন। এই মঞ্চ থেকে বাগমুন্ডি ব্লক থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বেশ কয়েকটি পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here