নিজস্ব প্রতিবেদক : বিপর্যয় বলে আসেনা সে প্রাকৃতিক হোক বা কৃত্রিম ,বিপর্যয়ে ক্ষয় ক্ষতি যেমন হয় সম্পদের তেমনি ক্ষতি হয় মানুষের।সব কিছু মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার এর নির্দেশ মতো ডাইরেক্টর জেনারেল অফ সিভিল ডিফেন্সের এদেশে রঘুনাথপুর মহকুমা শাসক অফিসে রঘুনাথপুর সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের উদ্যোগে বৃহস্পতিবার ,ভূমিকম্প এবং বনের আগুন মোকাবিলার ওপর অনুষ্ঠিত হলো ১ দিনের মহড়া। এই মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সিভিল ইমারজেন্সি ফোর্স কমান্ড্যান্ট অনির্বান হোমরায়,ডেপুটি মেজিস্ট্রেট সুদেষ্ণা দে মৈত্র,পার্থ চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট বেক্তি বর্গ।

https://youtu.be/fSJ9aIV5NAQ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here