৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। কাল থেকে মনোনয়ন শুরু, শেষ দিন ১৫ জুন। এবারও একদফাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ।রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট? রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন । গত ২০১৮-র ১৪ মে রাজ্যে একদফাতেই হয়েছিল পঞ্চায়েত ভোট। জেলা পরিষদের ৯২৮টি আসনে ভোট হবে বলে ঘোষণা করা হয়েছে। ৩৪১টি পঞ্চায়েত সমিতির ৯হাজার ৭৩০টি আসনে ভোট হবে। ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি কেন্দ্রে ভোট।
অন্যদিকে জানানো হয়েছে, ত্রিস্তর নয়, দার্জিলিং, কালিম্পঙে দ্বিস্তরীয় ভোট হবে। পঞ্চায়েতের মনোনয়ন অনলাইনে পেশ করা যাবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি? রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। আজ থেকেই আদর্শ আচরণবিধি জারি।