পুরুলিয়া (মরগুমা): পানীয় জলের দাবীতে মহিলাদের বিক্ষোভ মুরগুমা PHE জল সরবরাহ দপ্তরে।
এবিষয়ে বিক্ষোভ কারি দীপালি মাহাতো , জোৎসনা সিং ও অষ্টমী মুড়া জানান আমরা কোটশিলা থানার মুরগুমা গ্রামের বাসিন্দা আমাদের মুরগুমা ডেম থেকে জল যাচ্ছে ঝালদা সহ আশপাশের কয়েকটি গ্রামে অথচ আমরা গ্রামের মানুষ জল পাচ্ছি না।
আজ এক বৎসর পূর্বে গ্রামের বাড়িতে বাড়িতে পাইপ লাইন জলের সংযোগ দিয়েছে কিন্তূ আজও চালু হলো না সেই জলের সংযোগ |
ট্যাংকির সাহায্যে যে জল দিচ্ছে গ্রামে গ্রামে PHE সেই জলও পাইনি তাই মুরগুমা PHE জল সরবরাহ দপ্তরে অবস্থান বিক্ষোভে বসেছি কাল থেকে |
আমাদের দাবি বাড়িতে বাড়িতে যে জলের সংযোগ দেওয়া হয়েছে শে গুলি অবিলম্বে চালু করতে হবে ও সকাল সন্ধ্যা দুই বার জল দিতে হবে |
দাবি না মানা হলে অবস্থান বিক্ষোভ চলবে লাগাতার | যদিও দুপুর নাগাদ জেলা PHE দপ্তরের আধিকারিকের আস্বাসে বিক্ষোভ উঠে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here